টার্মস এন্ড কন্ডিশন
এই শর্তাবলী Service Key ওয়েবসাইট এবং Service Key এর সকল সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের ওয়েবসাইট বা সার্ভিস ব্যবহারের আগে দয়া করে এগুলো মেনে চলবেন।
আমাদের ওয়েবসাইট ব্যবহার ক্ষেত্রে:
আপনি Service Key ওয়েবসাইটের যাবতীয় কনটেন্ট সাধারণ তথ্য সম্পর্কে জানার জন্য দেখতে পারেন। আমাদের ওয়েবসাইট বৈধভাবে ব্যবহার করবেন, ভাইরাস বা ক্ষতিকারক কোনো কোড আপলোড করবেন না এবং আমাদের ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার কোনোরকম চেষ্টা করবেন না- এই মর্মে আপনাকে রাজি থাকতে হবে।
কনটেন্ট শেয়ারের ক্ষেত্রে:
Service Key – তে আপনার নিজস্ব ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্ট বা অন্যান্য কনটেন্ট শেয়ারের ক্ষেত্রে আপনার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। আপনার প্রদত্ত সমস্ত কনটেন্ট পাবলিশ করার উপযোগী হলে তবেই Service Key তা Service Key- এর ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রচার করার অনুমোদন দিবে।
গোপনীয়তা:
আমরা ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষার ব্যাপারে খুবই যত্নশীল। ক্লায়েন্টদের সম্মতি ছাড়া তাদের কোনো তথ্য আমরা কারও সাথে শেয়ার করি না। তবে, আপনি সম্মতি দিলে প্রচারণামূলক উদ্দেশ্যে আপনার নাম ও মন্তব্য আমরা ব্যবহার করতে পারি।
ক্লায়েন্ট হিসেবে আপনার দায়িত্ব:
ক্লায়েন্ট হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার দ্বারা যেন Service Key-এর কোনোরকম ক্ষতি না হয়। আপনার জানামতে কেউ ক্ষতিসাধন করার চেষ্টা করলে তা থেকে Service Key কে নিরাপদ রাখার জন্য আপনাকে বিশেষভাবে বলা হচ্ছে।
দাবি ত্যাগ:
Service Key ক্লায়েন্টদের ব্র্যান্ড প্রচার, কনভার্সন বাড়ানো এবং বিজনেস বড় করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদান করে। তবে, আমরা আমাদের দ্বারা কার কত টাকা লাভ হবে বা কেমন ফলাফল আসবে সেটার জন্য অগ্রিম কোনো গ্যারান্টি দেই না। ক্লায়েন্টের সম্মতি নিয়েই আমরা আমাদের দক্ষতা এবং কৌশল ব্যবহার করে ব্যবস্থা নিয়ে থাকি। এতে কোনো ব্যবসায়িক ঝুঁকির সম্মুখীন হলে সেটার সম্পূর্ণ দায়ভার ক্লায়েন্টের। সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে সবরকম দাবি ত্যাগ করে আমাদের সার্ভিস নিতে ক্লায়েন্ট রাজি থাকবেন।
ক্লায়েন্টের কোনো ভুল কাজ বা সামগ্রিক বাজার পরিস্থিতির কারণে ব্যবসায়িক ক্ষতি হলে তার জন্য Service Key দায়ী নয়। নিয়ম অনুযায়ী কাজের ব্যাপারে একমত না হওয়া পর্যন্ত Service Key-এর করা সকল কাজের মালিক শুধুমাত্র Service Key, পুরোপুরি পেমেন্ট না করা পর্যন্ত ক্লায়েন্ট কোনো মালিকানা পাবে না।
ক্লায়েন্টরা অতীতের কেস স্টাডিগুলোকে তাদের ভবিষ্যতের ফলাফল হিসাবে বিবেচনা করা উচিত হবে না। এর মানে হলো অতীতে আমাদের সার্ভিস নিয়ে আশানুরূপ ফলাফল না পেলে ভবিষ্যতে আমাদের সার্ভিস নেওয়ার ক্ষেত্রে অতীত ফলাফল বিবেচনায় নেওয়া ঠিক হবে না। বিজনেসের ফলাফল পরিবর্তনশীল এবং তা একাধিক বিষয়ের উপর নির্ভর করে যা Service Key নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা নৈতিকভাবে সার্ভিস প্রদান করি কিন্তু সাফল্যের গ্যারান্টি দিতে পারি না। তবে আমরা আমাদের সর্বোচ্চ দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে ক্লায়েন্টকে সফলতা এনে দেওয়ার চেষ্টা করি।
আমাদের সাথে প্রজেক্ট নিয়ে আলোচনার সময় সম্ভাব্য ফলাফল বাস্তব সম্মতভাবে আলোচনা করি যাতে ক্লায়েন্টের সাথে কোনো ভুল বোঝাবুঝি না হয়।
আপডেট:
আমরা ক্রমাগত আমাদের নিয়মকানুন আপডেট করে থাকি। নতুন যুক্ত হওয়া নিয়ম সর্বশেষ তারিখ থেকেই কার্যকর করা হয়। তাই আমাদের কোম্পানির বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
যোগাযোগ:
আমাদের সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহপূর্ব আমাদের সাথে
যোগাযোগ করুন।
যোগাযোগ করতে: –
ইমেইল করুন- info@servicekey.io
অথবা ভিজিট করুন – https://servicekey.io
অথবা কল করুন- +8801799009898